শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক



পুঠিয়া উপজেলা প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপি'র সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক, আবু বকর সিদ্দিক। 


 আজ সোমবার (৩ অক্টোবর ২০২২) এক বার্তায় বিএনপি'র কেন্দ্রীয় নেতা সিদ্দিক বলেন, হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যান কামনা করি।


বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোন ধরণের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। 



0/Post a Comment/Comments