নিউজ ডেস্ক
বিশ্বের প্রায় ২৬ কোটির বেশি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে থাকেন, তারা চাইলে এখন থেকে ‘পেলে’ শব্দটিকে বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারেন। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতুগিজ শব্দের অভিধান মিকেলিসে ‘পেলে’ শব্দটিকে বিশেষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মিকেলিসের অনলাইন সংস্করণে ‘পেলে’ শব্দটিকে বিশেষণ হিসেবে যোগ করা হয়েছে। প্রায় ১ লাখ ৬৭ হাজার পর্তুগিজ শব্দের অভিধান মিকেলিসের ছাপা সংস্করণেও শিগগিরই শব্দটি যুক্ত হবে।পেলে শব্দটিকে অভিধানে বিশেষণের মর্যাদা দিতে কাজ করেছিল পেলে ফাউন্ডেশন, পেলের সাবেক ক্লাব সান্তোস ও ব্রাজিলের টিভি চ্যানেল স্পোরটিভি। অভিধানে পেলে বিশেষণ যুক্ত হওয়ার পর পেলে ফাউন্ডেশনের ইনস্টাগ্রামে বলা হয়, ‘যে অভিব্যক্তিটি ইতিমধ্যেই এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে তারা যা করে তাতে সেরা, তা অভিধানের পাতায় চিরন্তন হয়ে গেছে।’
Post a Comment