দুর্গাপুর প্রতিনিধি:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য অভিনন্দন, শুভ কামনা ও প্রাণ ভরা দোয়া জানিয়েছেন অধ্যক্ষ জনাব মোঃ মোজাম্মেল হক।
দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রবিবার (৩০ এপ্রিল)। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাওকান্দি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোজাম্মেল হক।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা বসতে যাচ্ছে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা ও শুভেচ্ছা রইল। তাঁরা যেন ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করে।
Post a Comment