পুঠিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহী পুঠিয়া উপজেলার সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৪ এপ্রিল ২০২৩) বেলা ১১ টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদের সামনে পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিজয় ঘোষের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বজলুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক এমপি মুক্তিযুদ্ধা অধ্যাপক আবুল হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, পুঠিয়া পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক আরিফ সাদাত (দৈনিক নয়াদিগন্ত), মোঃ শাহনেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা), মোহাম্মদ আলী (দৈনিক যায়যায়দিন), জামালদিন সুমন (নুতুন প্রভাত), আমিরুল রুমি (বাংলাদেশ বার্তা), মিলন সরকার, আকাশ ঘোষ (সোনার দেশ), নজমুল ইসলাম ঠান্টু (রাজশাহী প্রতিদিন), নাহিদ হাসান, ইমন আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

0/Post a Comment/Comments