সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

 
নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়ায় এশিয়ান টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানী সহ চার সাংবাদিকের উপর হামলা, সংবাদ প্রকাশের জেরে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আবেদন হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, রাজশাহীর পটিয়ার সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর হামলা ও যশোরের এশিয়ান টিভির সাংবাদিক নাসিম রেজা ও মাইটিভি সাংবাদিক সহ ৫ জনের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে   লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার কালীগঞ্জে কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লালমনিরহাট জেলা শাখার
যৌথ আয়োজনে আয়োজিত এই মানবন্ধন কর্মসূচিতে কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাংবাদিকরা অংশ নেন।


কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুর আলমগীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের কার্যকরী সদস্য আজাদ বাবু,কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, রাহেবুল ইসলাম টিটুল, যুগ্ন সম্পাদক নিয়াজ আহমেদ শিপন, ও মাছরাঙ্গা টেলিভিশনের লালমনিরহাট সংবাদদাতা সাব্বির আহমেদ লাভলু। 
কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলমগীর অনু প্রমূখ।


মানববন্ধনে বক্তারা অবিলম্বে সরকার মাজহারুল মান্নানের  মিথ্যা মামলা  প্রত্যাহার, বাদশা ওসমানি সহ ৪ সাংবাদিক, রাজশাহীর সোহানুর রহমান সোহান ও যশোরের নাসিম রেজা সহ সারাদেশের সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান। এ সকল হামলা  মামলা হোটা দেশে আজ সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় বক্তারা সারাদেশে সাংবাদিকের উপর হামলা হয়রানিমূলক  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারা বাতিলের জোর দাবী জানান বক্তারা।
এখন সাংবাদিক দের মনে একটায় প্রশ্ন কেন ডিজিটাল নিরাপত্তা আইন? শুধুই কি সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য।

0/Post a Comment/Comments