পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড় ৯ নং মাগুরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জ্যোতিষ চন্দ্র বর্মন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার ইউনিয়নের প্রায় ১৭ টি প্রাইমারি স্কুলে ফুটবল বিতরণ করেন । চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন, বলেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজ থেকে খেলাধুলা দিন দিন উঠে যেতে বসেছে , বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিনোদনমূলক খেলাধুলা না থাকার কারণে আমাদের সন্তানরা মাদকের দিকে আসক্ত হচ্ছে।
তাই মাদককে না বলে খেলাধুলার দিকে আগ্রহ বাড়াতে আমার এই পরিকল্পনা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ উপলক্ষে এই ফুটবল উপহারস্বরূপ বিতরণ করা হয়।
চেয়ারম্যান বলেন ক্রমাগতভাবে খেলাধুলার জন্য যতটুকু সহযোগিতা করতে হয় আমি তা করব। কেননা মাদকের মরণ থাবা থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে তা না হলে অদূর ভবিষ্যতে নতুন প্রজন্মরা খেলাধুলা ভুলে গিয়ে মাদকের দিকে ঝুকবে পড়বে।
চেয়ারম্যান আরো বলেন আমাদের প্রতিটি অভিভাবকের উচিত আমাদের সন্তানরা কোথায় যায় কার সঙ্গে মিশে সেই দিকে লক্ষ্য রাখা ।
আজ ৩০/৫/২০২৩ মঙ্গলবার বিকেল ৪ টার সময় ৯ নং মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কক্ষে ১৭ টি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গনের উপস্থিতিতে এসব ফুটবল বিতরণ করেন চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ লতিফুল ইসলাম রাজু।
Post a Comment