স্টাফ রিপোর্টার : মমিন
রাজশাহীতে নতুন একশন শর্ট ফিল্ম
ও যথাসম্ভব আদর্শ দর্শনে অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে ও শিক্ষামূলক অনুপ্রেরণাদায়ক আলাদা আলাদা দৃশ্যের অবতারণা ও ধারাবাহিকতায় কাহিনী তুলে ধরবেন কয়েক জন মিলে ' শাকিল খন্দকারের পরিচালিত নির্মিত অ্যাকশন শর্ট ফিল্ম গল্পে । বিশেষ করে মাদক বিরুদ্ধি পরিবেশ-প্রকৃতি, গরিব-বঞ্চিতের পাশে দাঁড়াতে বাবা-মায়ের শিক্ষা, শিক্ষকের কাছ থেকে দেশকে ভালোবাসতে শেখা- এসবের ভেতর দিয়ে ধীরে ধীরে তৈরি করেছে করার পরিকল্পনা বাস্তবায়িত করতে চলছে অ্যাকশন শর্ট ফিল্ম গল্প।
নতুন কিছু শিখতে আগ্রহী। ... আপনাদের প্রেরণাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে । আশা করি, অনেকের মাথাতেই কোনো না কোনো সময় এই খেয়ালটা চেপেছেঃ বন্ধুদের নিয়ে বানিয়েই ফেলি না একটা শর্টফিল্ম! কৈশোর বয়সটাই এমন, ফিল্ম দেখে ভালো লাগবে, প্রশংসা করব, এবং সঙ্গীসাথীদের নিয়ে বানাতেও মন চাইবে। এছাড়া খোঁজ খবর নিলেই দেখবে, দেশজুড়ে সারা বছরই বিভিন্ন শর্টফিল্ম কন্টেস্ট বা শো এর আয়োজন হয়ে থাকে।
এ বিষয়ে পরিচালক শাকিল খান বলেন যে গল্প বা কাহিনীটার উপর ভিত্তি করে কোনো ফিল্ম তৈরি হয় সেটাকেই স্ক্রিপ্ট বলা হয়। তবে সাধারণ গল্প উপন্যাস এর সাথে স্ক্রিপ্ট এর সামান্য পার্থক্য আছে। গল্প বা উপন্যাসে লেখক তার মত করে বর্ণনা করে যান। একটা নাটক বা শর্টফিল্মের কথা, যেখানে কেউ বর্ণনা করে না, করে অভিনয়! তাই স্ক্রিপ্টের লেখাটাও হতে হবে বর্ণনামূলক নয়, সংলাপ বা ডায়ালগ ভিত্তিক। সাথে দৃশ্যের যথাযথ বর্ণনাটাও যেন থাকে”,
Post a Comment