দুর্গাপুরে কালচারাল একাডেমির আয়োজনে গারো সংস্কৃতি প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত



 দিলোয়ার হোসেন তালুকদার:

আমার সংস্কৃতি,আমার অহংকার এই প্রতিপাদ্য কে ধারন নেত্রকোনার দুর্গাপুরে  বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে সংগীত ও নৃত্য বিষয়ক অন্বেষণ(এপিএ ভূক্ত) গারো সংস্কৃতি প্রতিযোগিতা ২০২৩ বিরিশিরি একাডেমিক অডিটরিয়ামে শুক্রবার সকাল দশ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির সুযোগ্য পরিচালক ও গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে এবং একাডেমি নৃত্যু শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরদিন্দু সরকার স্বপন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া,শম জয়নাল আবেদিন,দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম,যোগল কিশোর কোচ,(লেখক ও গবেষক),য়াদু রিছিল,গিলবার্ট মানকিন (প্রতিরোধযোদ্ধা),ডোনাল্ড হাউ ( সংগীত শিল্পী ও সংগীত পরিচালক),মিডিয়া ব্যক্তিত্ব তুষার বাবু, দুর্গাপুর পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিল এস এম কামরুল হাসান জনি,কবি দুনিয়া মামুন প্রমুখ।

আলোচনা শেষে গারো প্রতিযোগিতার  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 গারো প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে 
দায়িত্ব পালন করেছেন ফরিদ জাম্বিল,সান্তনা রাংসা,বিমনা রেমা।

0/Post a Comment/Comments