দুর্গাপুরে “রাজশাহী জনকল্যাণ উন্নয়ন উদ্যোগে লিমিটেডের ফুটবল বিতরণ”



নিজস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় “Ball to All ”  দাতা সংস্থার অর্থায়নে রাজশাহী জনকল্যাণ উন্নয়ন লিমিটেডের ( RJDL) এর আয়োজনে শিশু কিশোরদের মাঝে অর্ধশত বল বিতরণ করা হয়। 

বুধবার বিকালে Every kid can have a Ball  এই প্রতিপাদ্যকে সামনে রেখে “ Ball to All”, scottsdale, Arizona, USA. দাতা সংস্থার অর্থায়নে দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে শিশুদের মাঝে বল বিতরণ শুরু হয়। উক্ত বিতরণ উপস্থিত ছিলেন, RJDL এর ম্যানেজিং ডিরেক্টর তোফাজ্জল হোসেন তপু, থানা ছাত্রলীগের সভাপতি সাকিল খান, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম, ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ,  সমাজসেবক হাসিবুর রহমান,   প্রমূখ। এবিষয়ে তোফাজ্জল হোসেন তপু জানান, 
আজকের শিশুরা আগামীর দেশ ও জাতির  ভবিষ্যৎ।  খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার পাশাপাশি শিশুরা ডিসিপ্লিন শিখবে। খেলার মধ্যে থাকলে বিপথে যাওয়ার সম্ভবনা থাকেনা। ফুটবল এমন একটি খেলা যা শিশুদের ঐক্য ও দলগত ভাবে কাজ করতে শেখায়। প্রতিটি শিশুই খেলবে, হাসবে, শিখবে সেটি আমাদের উদ্দেশ্য। 
উল্লেখ্য যে,  দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় RJDL এর চেয়ারম্যান মোঃ এ. আওয়াল টিটো উপস্থিত থাকতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।

0/Post a Comment/Comments