মোহনপুরে পুকুর খননকারির জরিমানা




সৈয়দ আ: হালিম রাজশাহী :

রাজশাহীর মোহনপুরের উপজেলার দুর্গাপুর এলাকায় করিশা বিলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করছিলো  আবদুল্লা । 
খবর পেয়ে (২৩ জুলাই) রবিবার দুপুরে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে পুকুরে অভিযান চালান মোহনপুর উপজেলার  সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস।

এসময় এসিল্যান্ডকে দেখে আব্দুল্লাহসহ পুকুর খননকারিরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু পারেনা।  পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুর মালিক পক্ষের আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা জরিমানা করে ও নির্দেশ দিয়ে আসেন যতটুকু খনন করা হয়েছে সম্পূর্ণ ভরাট করে দেয়ার জন্য এখানে কোন ধরনের পুকুর হবে না বলে চলে আসেন ।

এবিষয়ে মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূূমি) মিথিলা দাস বলেন, উপজেলার করিশা বিলে  ফসলি জমিতে পুকুর খনন করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুকুর খননকারি আব্দুল্লাহ প্রথমে পালানোর চেষ্টা করে পরে ডাক দিলে আব্দুল্লাহ এসে ভুল স্বীকার করে ও আর পুকুর খনন করবো না একথা জানাই। ভাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুর খননকারির ১৫.০০০ হাজার জরিমানা করা  হয়।

0/Post a Comment/Comments