সিনিয়র স্টাফ রিপোর্টার, জাহাঙ্গীর আলমঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সবাই যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০আগষ্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাঙ্গেরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে, বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, গোদাগাড়ী পৌর মহিলা কাউন্সিলর জাহানারা খাতুন লাকি, এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টুয়াট শুভেন্দু খান, প্রধান শিক্ষক আতাউর রহমান খান, মসজিদের পেশ ইমাম আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা করিমুল ও এনামুল হক প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দরিদ্রতা, অভাব অনটন, কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে।
এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। সেই সাথে যারা কাজীরা যদি বাল্যবিবাহ রেজিস্ট্রি করে তাহলে তাদেরও ছাড় দেয়া হবে না। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করতে হবে।
উল্লেখ্য যে, ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম ( সিএফসিটি) আওতায় স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।
Post a Comment