স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপি মনসুর, মনোনয়নপত্র উত্তোলন


নিজস্ব প্রতিবেদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের  মতো অংশ নিতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রফেসর ডা: মনসুর রহমান এমপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। 

আজ মঙ্গলবার(২৭ নভেম্বর) দুপুরে সহকারি রিটানিং অফিসার ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

মনসুর রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী নেতা আমিনুল হক ( টুলু)। তিনি জানান, দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: মনসুর রহমান এমপি। পুঠিয়া দুর্গাপুরের সকল শ্রেণী-পেশার মানুষের দাবির মুখে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি, এ আসনে জনগণের ভালোবাসা নিয়ে আবারও নির্বাচিত হবেন তিনি।


0/Post a Comment/Comments