স্টাফ রিপোর্টার : মমিন
রাজশাহী দূর্গাপুর আইকন মানবকল্যান সেবা সংস্থার উদ্যোগে সিংগা গ্রামের অসহায় ও হতদরিদ্রদের মাঝে সোমবার বিকাল ৫ টার সময় জন প্রতি ২ কেজি আটা, ১ কেজি ভোজ্য তেল ও ত্রিশটি করে মুরগির ডিম সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আইকন মানবকল্যান সেবা সংস্থার জ্যেষ্ঠ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ তোফাজ্জল হোসেন তপু, বলেন , অসহায়দের উৎসাহিত করা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগিতা করে আসছে আমাদের সংস্থাটি।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার জ্যেষ্ঠ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ তোফাজ্জল হোসেন তপু, আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সংস্থার কোষাধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব প্রমূখ।
Post a Comment