ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি উপজেলার খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগেও পৃথকভাবে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ নভেম্বর সকাল ১০ টায় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় ৪ নেতার স্মরণে ১ মিনিট দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত, বিভিন্ন কর্মসূচি পালিন করে খেলনা ইউনিয়ন আওয়ামীলীগ। বেলা ১১ টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন। এ সময় থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোজাফফর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
Post a Comment