ধামইরহাটে খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত



ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি উপজেলার খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগেও পৃথকভাবে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ নভেম্বর সকাল  ১০ টায় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় ৪ নেতার স্মরণে ১ মিনিট দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত, বিভিন্ন কর্মসূচি পালিন করে খেলনা ইউনিয়ন আওয়ামীলীগ। বেলা ১১ টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন। এ সময় থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোজাফফর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

0/Post a Comment/Comments