কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা আবু বকর সিদ্দিক

  


নিজস্ব প্রতিবেদক, 

প্রায় তিন মাস কারাভোগের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপি'র সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক আবু বকর সিদ্দিক।

গত (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

পরে মোবাইলে এই প্রতিবেদককে বিষয়টি নিজেই নিশ্চিত করেন।

আবু বকর সিদ্দিক জানান, ক্ষমতা ধরে রাখতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু সরকার হামলা-মামলা দিয়ে বিএনপির চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না। সরকারের অত্যাচার যত বাড়ছে, বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণ ততই বাড়ছে

0/Post a Comment/Comments