শিবালয়ে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে



নিজস্ব প্রতিনিধিঃ
শিবালয় উপজেলার ইছাইল  গ্রামে গতকাল আম বাগান থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের  পরিচয় পাওয়া গেছে। তার নাম পিংকি আক্তার (২২)। 

মানিকগঞ্জ  সরকারি দেবেন্দ্র কলেজের ডিগ্রীর দ্বিতীয় বর্ষের ছাত্রী। পিতা আব্দুল মান্নান, গ্রামঃ  পশ্চিম শেওতা , মানিকগঞ্জ সদর থানা। শিবালয় থানার এই মামলার বাদী এস আই জাহিদ জানিয়েছেন মেয়েটির বাবা বলেছেন গত রোববার রাত ৮ টায় তারাবি নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এরপর লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে মেয়েটির।

গতকাল সোমবার  লাশটির সুরতহাল রিপোর্ট শেষে পিংকির মরদেহ বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পিংকির বাড়িতে চলছে শোকের মাতম এ ব্যাপারে শিবালয় থানায় একটি মামলা দায়ের হয়েছে ঘটনার রহস্য উদঘাটনের সুকৌশলে পুলিশ অতি কাছাকাছি চলে  এসেছে।

0/Post a Comment/Comments