খবর রাজশাহী ডেস্ক:
বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে বাড়ি ফেরার পথে ত্রাণবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বন্যার্তদের মধ্যে ত্রাণ দিতে যাওয়া পিকআপে থাকা ১২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ী এলাকার আরআর টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন হাবিবুল্লাহ (২৫), দেলোয়ার (২৮), সোহেল (২৫), লিয়াকত (৩৮), মুহিন (২৫), পাভেল (২৫), রিফাত (২২), মানিক (২৪), আরমান (২৫), মোহনদাস (২৫), নিজাম (২৫) ও আনোয়ার (২৫)। আহতদের সবার বাড়ি সাতকানিয়া উপজেলায়।বার আউলিয়া হাইওয়ে থানা ও কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে ত্রাণবাহী পিকআপটি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরআর টেক্সটাইলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ত্রাণ দিতে যাওয়া সবাই গুরুতর আহত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন বলেন, ভোরবেলা সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত রোগী আসেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমড়া ফায়ার সার্ভিস স্টেশনের আল মামুন বলেন, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমবক্সে নিয়ে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, বন্যার্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
Post a Comment