স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী'র বাগমারা'র তিনবারের সাবেক এমপি এনামুল হক র্যাবের হাতে গ্রেপ্তারে তাহেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র, আ.ন.ম সামসুর রহমান মিন্টু এর নির্দেশনায়,যুবদল, যুবনেতা আব্দুল হালিম নেতৃত্বে, রাজশাহী- ৪ বাগমারার বিনাভোটের এমপি, নিয়োগ বানিজ্যের হোতা, ভূমিদস্যু, ধর্ষক এনামুল হক কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব , এই সাবেক এমপি এনামুলের সর্বাত্ত্বক শাস্তি এবং তাহেরপুর পৌরসভার সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে তাহেরপুর পৌর ছাত্রদল,তাহেরপুর কলেজ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের, এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে, তাহেরপুরের প্রধান প্রধান সড়ক অবতরণ শেষে হরিতলায় এসে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রদলের আহবায়ক বাসার, যুবদল, যুবনেতা আব্দুল হালিম, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা, তাহেরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব নাহিদুল ইসলাম রনিসহ তাহেরপুর পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।
উল্লেখযোগ্যঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরচারী হাসিনা দেশ থেকে ভারতে পালনোর পর স্থানীয় আ’লীগ নেতারা পলাতক থাকে এই ধারাবাহিকতায় বাগমারায় একটি মামলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে ঢাকার আদাবর এলাকায় নিজ বাসা থেকে র্যাব সদস্যরা।
র্যাব কর্তৃক বাগমারা থানার মামলার রেফারেন্স সাবেক সদস্যরা সংসদ সদস্য এনামুল হককে গ্রেফতার করে ঢাকার আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে ঢাকার আদালতে নেয়া হবে। পরে রিমান্ড মন্জুর হলে তাকে রাজশাহীতে আনা হবে। এতে দুই/চার দিন দেরী হতে পারে। এছাড়া মামলার অন্য আসামীরা আত্ম গোপনে রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে, বাগমারা থানা সুত্রে জানা যাই।
Post a Comment