রাজু আহমেদ:
রাজশাহীর দুর্গাপুরে পালিত মা ও তার পরকীয়া প্রেমিকের নির্যাতনের শিকার হয়ে বিজয় হোসেন (১৬) নামের এক কিশোর বিষপান করে আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার(৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার জয়নগর ইউনিয়নের কলনটিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিজয় ওই এলাকার রেজাউল করিমের ছেলে। থানার পুলিশ মৃত ওই কিশোরের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় বিজয়ে মা সালেহা খাতুন বাদি হয়ে থানায় আত্নহত্যা প্ররোচনার অভিযোগ এনে পালিত মা সাগরী বেগম ও তার পরকীয়া প্রেমিক রতন আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
বিজয়ের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা জানা গেছে, বিজয়ের বয়স যখন প্রায় ১ বছর তখন দত্তক হিসেবে তাকে গ্রহণ করেন সাগরী ও রেজাউল দম্পতি। এরপর বিজয় তাদের কাছেই বেড়ে উঠেন। গত তিন মাস আগে একটি মামলা বিজয়ের বাবা রেজাউল জেলহাজতে রয়েছেন। এরই মধ্যে বিজয়ের মা একই গ্রামের রতন আলীর সঙ্গে পরকীয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন। এরপর থেকেই বিজয়ে পালিত মা ও তার পরকীয়া প্রেমিক রতন আলী বিজয়কে বাড়ি থেকে নামানোর জন্য মানসিক ভাবে নির্যাতন করতেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, পরিবার ও স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলে প্রাথমিভাবে ধারণা করছি সে আত্নহত্যা করেছে। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। সোমবার ভোররাতে নিজ বাড়িতে তার শরীর খারাপ করলে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেওয়ার সময় বিজয় ধানের জমিতে প্রয়োগ করা বিষপান করেছে বলে তাদের জানায়। পরে সে রাস্তায় মারা যান।
ওসি আরও বলেন, বিজয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিজয়ের পালিত মায়ের সঙ্গে একই এলাকার রতন আলীর পরকীয়া সর্ম্পক ছিল। এ ঘটনায় বিজয়ের জন্মদাতা মা আত্নহত্যার প্ররোচনার অভিযোগে তার পালিত মা ও পরকীয়া প্রেমিক রতন আলীকে আসামীকে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Post a Comment