রাজু আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী দুর্গাপুরের কুহাড় গ্রামে মসজিদ কমিটির কাছে দাবি করা চাঁদা না দেওয়ার কারণে আজিম উদ্দীন (৫৫) নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ (অক্টোবর) দুপুরে উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নবী (৪৬) নামের একজনকে ধাওয়া দিয়ে আটক করেন প্রতিবেশীরা এবং পরে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দুর্গাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে আহত মসজিদের ইমাম আজিম উদ্দীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কুহাড় মোড় জামে মসজিদের ইমাম আজিম উদ্দীন বলেন, যোহরের নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার সময় উপজেলার কুহাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল এর নেতৃত্বে পূর্বের শক্রতার জের ধরে ১লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল এর নেতৃত্বে একই এলাকার মৃত.নিরুর ছেলে আলী, নবী ও আলীর ছেলে সালাউদ্দিন সহ অজ্ঞত ১০-১২ জন সন্ত্রাসী আমার উপর অর্তকিত হামলা চালায়। পরে চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে মসজিদের ইমাম আজিম উদ্দীন নির্যাতন চালায়। পরে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরো বলেন, এর আগে গতকাল বুধবার সাবেক ইউপি চেয়ারম্যান আইনাল এর বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ এনে গণমাধ্যমকর্মীদের কাছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার কারনে তারা আমার উপর আরো বেশি ক্ষুদ্ধ হয়ে অমানবিক নির্যাতন চালায়।
এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার কুহাড় গ্রামে মসজিদের ইমাম আজিম উদ্দীনকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সাথে জড়িত নবী নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment