নাজমুল হক, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তোহা এবং জোহা (২৪) নামের আপন দুই জমজ ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গত সোমবার রাতে উপজেলার জগদ্দল পূর্ব পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক আসামিরা পাশ্ববর্তী জয়পুরহাট জেলার হরিপুর নামক এলাকার আব্দুর রশিদের ছেলে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- গত আগষ্ট মাসের ১৪ তারিখে জমির আইল এর উপরে তাল গাছ রোপণ করেন হরিপুর এলাকার সুলতান আহমেদ নামের এক ব্যক্তি। তার জেরে আসামি তোহা এবং জোহা সুলতান আহমেদকে মাথায় রড দিয়ে আঘাত করে। পরবর্তীতে ১৮ তারিখে আহত অবস্থায় সুলতান আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. পরী বানু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামী তোহা ও জোহাকে ধামইরহাট উপজেলার জগদ্দল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Post a Comment