মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:
দীপ্ত টিভি, দৈনিক ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো: আব্দুর রউফ রিপনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যর সময় তার বয়স হয়েছিলো ৮০বছর। মৃত্যকালে তিনি ৫ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর নওগাঁর রাণীনগরের দড়িয়াপুর গ্রামের ঈদগাহে জানাজা নামায শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানাজা নামাযে নওগাঁ জেলা ও রাণীনগরের তিনটি প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার চাকরী জীবনের বিভিন্ন সহকর্মীরা অংশগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।
Post a Comment