রাজশাহী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারে গত ৪ আগস্ট আওয়ামীলীগ নেতারা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে উদ্দেশ্য মূলক মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঝালুকা ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার(২ নভেম্বর) বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারে এই বিক্ষোভ মিছিলে দলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সদস্য মিনহাজ সরকার, স্বেচ্ছাসেবকদল নেতা বিপ্লব হোসেন , ছাত্রদল নেতা আদনান আসিফ প্রমুখ।
এসময় ছাত্রদল নেতা পিন্টু, যুবদল নেতা মজনু, কবির ,রঞ্জু জুয়েল, মিলন, শ্রমিকদল নেতা ইলিয়াস রাব্বি,স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় নেতারা বক্তব্যে গত ৪ আগস্ট ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিও ফুটেজ দেখে দোষীদের দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এছাড়াও আগামীকাল রবিবার উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এর ডাক দেন। এবং সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহবান জানান নেতারা।
Post a Comment