জালাল উদ্দীন অভিযোগ করে বলেন, গত ৪ সেপ্টেম্বর নিজ নেওয়া ওই পুকুরে মাছ দেখতে গেলে আক্কাস আলী বাহিনীর লোকজন আমাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের উপর চওড়া হয়। আকাশ বাহিনীরা একপর্যায়ে দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, হাতুড়ি, চাপাতি নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এতে আমার মাথা সহ শরীরের বেশ কিছু অংশ জখম হয়।

তিনি আরও বলেন, আমার ভাতিজা সবুজ 

0/Post a Comment/Comments