তানোর প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীর স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী ডটকম পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা গেইট সংলগ্ন হাজী তুহিন সুপার মার্কেটে অবস্থিত তানোর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী ডটকম পত্রিকার তানোর প্রতিনিধি সারোয়ার হোসেনের আয়োজনে স্বদেশ বাণী ডটকম পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসন তোফা,তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর,তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল,সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রন্জু,যুগ্ম সম্পাদক মাহবুব আলম জুয়েল,তানোর রির্পোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন,যুবদল নেতা ও উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক নুর মোহাম্মদ রাজা,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী তুহিন আলী,পৌর কৃষক দল নেতা আফজাল হোসেন প্রমূখসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা,স্বদেশ বাণী ডটকম পত্রিকার সাফল্য কামনা করেছেন।
Post a Comment