নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক আবু বকর সিদ্দিক রাজশাহীর দুর্গাপুরের জয়নগরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন।
শনিবার(১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের হাটকানপাড়া বাজার, চুনিয়াপাড়া, জয়নগর বাজার ও বাগলপাড়া মোড়ে বিএনপির নেতাকর্মী ও জনসাধারণের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
এসময় আবু বকর সিদ্দিক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসংযোগে দুর্গাপুর উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment