বাঘা, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় তারেক রহমানসহ সকলের মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর বাঘা জিরো পয়েন্ট হতে শত শত বিএনপি যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল টি বাঘা জিরো পয়েন্ট হতে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের একই স্থানে সমাবেশে যোগ দেয়।
রাজশাহী যুবদলের সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি,সাবেক উপজেলা নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বলেন, বাংলাদেশের আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা সকল মামলা অবিলম্বে প্রত্যাহার ও স্বদেশ প্রত্যাবর্তন কামনা করেন। ২১ শে আগষ্টের গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকলকেই মিথ্যা মালায় খালাস পাওয়াতে আনন্দ প্রকাশ করেন। তিনি জাতীয়তাবাদ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে মাধ্যমে বাঘা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীতা ঘোষণা করেন তার বক্তব্যের মাধ্যমে।
প্রধান বক্তা ছিলেন মোঃ মজিবর রহমান জুয়েল।আরও উপস্থিত ছিলেন,সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল মোঃ সোহেল রহমান,মো: আলামীন মজুমদার সাবেক সভাপতি শাহদৌলা কলেজ ও সাবেক যুবদলের আব্বাহয়ক কমিটির যুগ্ন আহবায়ক এবং বর্তমানে রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,
মো: পিয়াস আহমেদ, সাবেক সভাপতি কলেজ শাখা ছাত্রল, মো:আশিকুর রহমান হিমেল সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক, মো: জাহাঙ্গীর আলম রনি সাবেক মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদল, ছাত্র নেত মো: অনিক, যুবনেতা মোঃ শরিফুল ইসলাম শরিফ,আলামিন, ফয়সাল প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনায় ছিলেন,মো: জাহিদুল ইসলাম স্বপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
Post a Comment