দুর্গাপুরে প্রয়াত বিএনপি নেতা রফিক মাস্টারের কবর জিয়ারত ও সংক্ষিপ্ত পথসভা করলেন আবু বকর সিদ্দিক




সাখাওয়াত হোসেন সজীব, দুর্গাপুর প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকেলে দুর্গাপুরের প্রয়াত বিএনপি নেতা রফিক মাস্টারের কবর জিয়ারত করেছেন। এসময় দুর্গাপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিন বিকেলে উপজেলার আলীপুর বাজার, নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম, গোপালপুর বাজার, পুরান তাহেরপুরের আক্কাস বাজার, পালশা, নওপাড়া স্কুল মোড়, শ্যামপুর বৌ বাজারসহ এলাকায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে সালাম এবং শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক। 


জনসংযোগ শেষে পথসভায় আবু বকর সিদ্দিক বলেন, জনগণের সমর্থন আদায় ও আস্থা ধরে রাখার জন্য নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ‘অনেক নেতাকর্মী মনে করছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি, কিন্তু তা নয়। ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। আমি মনে করি, আমার পুঠিয়া দুর্গাপুরের মানুষ আমাকে সর্বোচ্চ জনসমর্থন দিয়ে আগামীতে গনতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষের সেবা করার সুযোগ দিবে ইনশাআল্লাহ। তাই জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে। তাদের আস্থা ধরে রাখতে হবে। নেতাদের চালচলনে মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।’

জনসংযোগ শেষে পথসভায় বিএনপি,ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

0/Post a Comment/Comments