সাখাওয়াত হোসেন সজীব, দুর্গাপুর প্রতিনিধি:
মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে রাজশাহী দুর্গাপুরের কালিগঞ্জ তরুন প্রজন্ম কর্তৃক আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে এ টুনামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান শিক্ষিকা হাজেরা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য রুপালি খাতুন, ১ নং ওয়ার্ড সুখানদিঘী বিএনপির সভাপতি আবদুল জলিল,সাবেক মেম্বার আকরাম আলী, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকবল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউসুব আলী, যুবদলনেতা নয়ন প্রমুখ।
এছাড়াও খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহরিয়ার নাফিজ সবুজ, সহ- সভাপতি রিপন আহমেদ, কাওসার আলী, মাঠ ক্যাপ্টেন হাসান আলী উপস্থিত ছিলেন।
৮ টিমের এ খেলায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বখতিয়ারপুর ক্রিকেট একাডেমী ও আচিনঘাট ক্রীড়া সংঘ ক্রিকেট দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত দশ ওভারে ১১৩ রান সংগ্রহ করেন আচিনঘাট ক্রীড়া সংঘ ক্রিকেট দল। ১১৪ রানের টার্গেট নিয়ে বখতিয়ারপুর ক্রিকেট একাডেমী ৭ ওভার ৪ বলে জয়লাভ করেন।
উদ্বোধনী এ টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাবুল ইসলাম ও আনোয়ার করিম হিরা।
Post a Comment