বিদ্যুৎ বিলের কপিতে শেখ হাসিনার স্লোগান, গ্রাহকদের ক্ষোভ


 

নিজেস্ব প্রতিবেদক:

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এমন স্লোগান সংবলিত বিদ্যুৎ বিলের কপি গ্রাহকদের সরবরাহ করা হতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর এখনো সেই স্লোগান সম্বলিত বিলের কপি গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিস থেকে। পবিসের দুর্গাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) এমন আওয়ামী প্রীতিতে কিংকর্তব্যবিমূঢ় সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ ছাত্র-জনতা।  

পবিসের দুর্গাপুর জোনাল অফিস থেকে প্রতি মাসে এই উপজেলার প্রায় ৫৬ হাজার গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয় বিদ্যুৎ বিলের কপি। এ নিয়ে চলছে নানান গুঞ্জন। গ্রাহকরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস অতিবাহিত হয়েছে। রাষ্ট্রীয়সহ বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তার নাম মুছে গেলেও বাদ যায়নি রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিস থেকে। শেখ হাসিনার উন্নয়নের প্রচার এখনও অব্যাহত রেখেছে তারা।

ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে সারাদেশে শেখ হাসিনার নামফলকসহ টাঙানো ছবিও সরিয়ে ফেলা হয়। কিন্তু এখনো বাদ দেয়া হয়নি বিদ্যুৎ বিলের কপি থেকে শেখ হাসিনার নাম সম্বলিত স্লোগান। এখনো বিলের কপিতে শেখ হাসিনার উন্নয়নের প্রচার বার্তা চালানো হচ্ছে। সর্বশেষ চলতি বছরের নভেম্বর মাসের বিলের কপিতেও স্লোগানটি এখনো দৃশ্যমান রয়েছে। পবিসের এমন উদাসীনতায় গ্রাহকরা ছাড়াও রাজনৈতিক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। 

পবিসের গ্রাহক ও জয়নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের তিন মাস অতিবাহিত হলেও তার নামসহ স্লোগান বিদ্যুৎ বিলে রয়েই গেছে। দেশের পরিবর্তিত সময়ে এসেও এমন দৃশ্য অত্যন্ত কষ্টের ও দুঃখজনক। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও হাসিনার নাম প্রচারে ব্যস্ত। এটা কোনো অবস্থায় কাম্য নয়। অচিরেই এটি কর্তৃপক্ষের সংশোধন করা উচিত। পবিসে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। ছাত্র-জনতার বিপ্লবী আন্দোলন নস্যাৎ করতে চক্রটি সুযোগের অপেক্ষায় আছে।

তিনি আরও বলেন, পবিস কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে নিরবে এমন প্রচারণা চলছে। স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ এমনটা কেন করছে তা বোধগম্য নয়। বিলের কপি দ্রুত সংশোধন করা উচিৎ।

রানা হামিদ নামের এক গ্রাহক অভিযোগ করেন সব জায়গা থেকে হাসিনার নাম সরানো হলেও বিদ্যুৎ বিলের কাগজে এখনও তার নাম আছে। সরকারের নিয়ন্ত্রণে থাকা এমন একটি দপ্তর কিভাবে এতো ভুল করে। এটা দ্রুত সংশোধন করা উচিৎ। 
শাহিনুর ইসলাম নামের অপর এক গ্রাহক বলেন, বিদ্যুৎ বিলে এখনো শেখ হাসিনার নাম দেখে অবাক হয়েছি। এখনও বিলের কপিতে শেখ হাসিনার স্লোগান! এগুলো ভাবা যায়! গ্রাহকফা ফ্যাসিবাদীর নাম বিদ্যুৎ বিলের কপিতে আর দেখতে চায় না। 

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহাবুর রহমান বলেন, বছরে দুইবার বিলের কপি প্রেস থেকে ছাপানো হয়। জুন ও ডিসেম্বর মাসে ছাপানোর কাজটা করে থাকি আমরা।প্রতি মাসেই গ্রাহকদের কপি সময়মতো পৌছানো লাগে। অন্যথায় জরিমানা গুনতে হবে গ্রাহকদের। এ কারনে নতুন করে বিদ্যুৎ বিলের কপি ছাপাখানা থেকে না আসা পর্যন্ত পুরাতন কপিই ব্যবহার করতে হবে। তবে নাম বা স্লোগান কেটে দিয়ে কপি বিতরণ করতে বলা হয়েছে। কোনটা ভুল করে হয়তো কাটা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

0/Post a Comment/Comments