চারঘাট প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ চলছে। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার ইউসুফপুর ডিগ্রি কলেজ ও শলুয়া ডিগ্রি কলেজে ফরম বিতরণের মাধ্যমে চারঘাটে এ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা ছাত্রদল সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় ডাকরা ডিগ্রী কলেজ, সোমবার সকাল ১০টায় শলুয়া ডিগ্রী কলেজ ও দুপুর ১২টায় নন্দনগাছী ডিগ্রী কলেজ, মঙ্গলবার সকাল ১০টায় সরদহ সরকারি মহাবিদ্যালয় ও দুপুর ১২টায় চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজে ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে। যে সকল শিক্ষার্থীবৃন্দ ছাত্রদলের হয়ে দেশের জন্য কাজ করতে ইচ্ছুক তাদের নিজ নিজ কলেজ ক্যাম্পাসে উপস্থিত হবার জন্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে উপজেলা ছাত্রদল।
চারঘাট উপজেলায় ফরম বিতরণ কার্যক্রমে টিম প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাইসাল ইসলাম ফাইসার। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মোহাম্মাদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক দুর্জয় হাসান শান্ত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ প্রসঙ্গে ছাত্রদল নেতারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামী দিনে ছাত্রদল করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Post a Comment