নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপি দেশের ৬৭টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করার লক্ষ্যে পুঠিয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলার আহবায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া - দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের নির্দেশনায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এমন অবস্থায় একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনই হতে পারে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। কেবল নির্বাচিত গণতান্ত্রিক সরকারই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। বিএনপি জনগণের দল, জনগণের মনের ভাষা বুঝতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও জনগণের মনের ভাষা বুঝে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা উচিত।
আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় সমাবেশ ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সর্বাত্মকভাবে সফল করার জন্য পুঠিয়া-দুর্গাপুর বাসীর প্রিয় নেতা আবু বকর সিদ্দিকের নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে দুর্গাপুর উপজেলা সদরে বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল। এসময় উপজেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও দলের সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Post a Comment