ফরিদ আহমেদ আবির : রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ মার্চ) উপজেলার নওপাড়া মহাবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি নেতা কাশেম আলীর সভাপতিত্বে হাফেজ মো.ফারুক হোসেনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনআমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিলো, এমনকি ঋনের দায়ে মানুষ আত্নহত্যাও করতে বাধ্য হয়েছে। দেশ হয়ে গিয়েছিলে তলাবিহীন ঝুড়ি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করছে বিপ্লবী ছাত্র জনতা। দেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জনগণের মৌলিক অধিকার আদায়ে ও উন্নত দেশ বিনির্মানে জোরালো ভুমিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এছাড়া ইফতার মাহফিলে দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুজু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক খোদাবক্স, দুর্গাপুর মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু বকর সিদ্দিক, নওপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুবনেতা ফারুকসহ দুর্গাপুর উপজেলা ও নওপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Post a Comment