দুর্গাপুর প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর এক আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করার আহ্বান জানান। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানে ঈদ উপহার প্রদান করা হয়।
সংবর্ধনা পেয়ে সন্তোষ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ বলেন, আমাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। উপজেলা প্রশাসন আমাদের সম্মানিত করায় আমরা কৃতজ্ঞ।
বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বলেন, স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছি, তা কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। উপজেলা প্রশাসনের এই সম্মাননা আমাদের অনুপ্রাণিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। তাঁদের ত্যাগ ও বীরত্বের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
এদিন সূর্যোদয়ের সাথে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫-এর কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও দুর্গাপুট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
Post a Comment