পবিএ ঈদ- উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক মানবতার ফেরিওয়ালা মানিকগঞ্জ সদর আসনের ভবিষ্যতে এমপি মানিকগঞ্জবাসীর প্রিয় মানুষ গন মানুষের নেএী আফরোজা খান রিতা।
তিনি মানিকগঞ্জ জেলার সকল মানুুষ কে পবিএ ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ঈদ বয়ে আনুক সবার জীবনে আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা।ধনী গরীবের বৈষম্য দুর করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন সবাই মিলিত হই ঈদের আনন্দে, সকল মুসলিম আমরা ভাই ভাই।
এসময় তিনি আরও বলেন সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করি,আপনি আপনার নিকটাত্মীয় গরীব অসহায় সজ্জনদের প্রতি আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন।ঈদের আনন্দ একার নয় সবার জন্য।
পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করুন,জাকাত ফেতরা আদায় করুন,নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন।
দেশের উন্নয়নকল্পে আসুন সকলে একসাথে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেনো মানুষের কল্যানে নিজেকে উৎসর্গ করতে পারি। সেই সাথে মানিকগঞ্জ সহ পুরো দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
Post a Comment