পুঠিয়ার ভালুকগাছিতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল




পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ১নং ফুলবাড়ি ওয়ার্ড  বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) ইউনিয়নের ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী-০৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং রমজানের তাৎপর্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, "রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই পবিত্র মাসে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।"

অনুষ্ঠানে ফুলবাড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক কামাল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার, ভালুকগাছি ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল গনি পিন্টু প্রমুখ। এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, ছাত্রনেতা তানভীরসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

0/Post a Comment/Comments